কমলাবাড়ী ইউনিয়নে মোঃ ইউনুছ আলী একজন চেয়ারম্যান ছিলেন। তিনি কার্যক্রম পরিচালনার জন্য হাজীগঞ্জ বাজারে ইউনিয়ন পরিষদ ভবন স্থাপন করেন (বর্তমানে পুরাতন ঝুকিপূর্ন ভবন ভেঙ্গে সেখানে গাছ লাগানো হয়েছে)। কিন্তু পরবর্তীতে মোঃ সামছুল ইসলাম সুরুজ চেয়ারম্যান হওয়ায় তিনি জনগণের কাজের সুবিধার্থে কমলাবাড়ী ইউনিয়নের মধ্যমর্তী স্থানে নতুন ইউনিয়ন কমপ্লেক্স ভবন স্থাপন করেন। লোকমুখে শোনা যায় যে, সামছুল ইসলাম সুরুজ কথা দিয়েছিলেন কমলাবাড়ী ইউনিয়নের মধ্যবর্তী স্থানে কমলাবাড়ী ইউনিয়ন কমপ্লেক্স ভবন স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিল। তারেই ধারাবাহিকতায় শহীদ সামছুল ইসলাম সুরুজ তাহা বাস্তবায়ন করেছেন। যিনি কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ নতুন ভবন স্থাপন করেছেন তাহাকে ২০০৩ সালে এলাকার কিছু লোক নির্মমভাবে হত্যা করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস