চাপারহাট লালমনিরহাট পাকা রাস্তা সংলগ্ন মধ্যবর্তী স্থানে কালীস্থান বাজারে মন্দিরটি অবস্থিত। যাতায়াতের জন্য রয়েছে ভ্যানগাড়ি, অটো/ইজিবাইক, রিক্সা ইত্যাদি।
ইতিহাস
কালীস্থান বাজারের পাশের সনাতন ধর্মালম্বীগণ নিয়োমিত কালী পুজা করতেন। তারা পরবর্তীতে দূর্গা মন্দির তৈরি করেন। কালীস্থান বাজারের নাম অনুসারে অত্র মন্দিরটির নামকরণ করা হয়।