শিরোনাম
বড় কমলাবাড়ী উত্তর দোলাপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ ও দূর্গা মন্দির (সুবল মেম্বারের বাড়ীর পাশে)
ঠিকানা
গ্রামঃ বড় কমলাবাড়ী দোলাপাড়া, ওয়ার্ড নং ০২, ডাকঘরঃ কুমড়ীরহাট, উপজেলাঃ আদিতমারী, জেলাঃ লালমনিরহাট। আদিতমারী উপজেলা হইতে ৭ কি: মি: উত্তরে এবং কালীস্থান বাজার হইতে ২ কি: মি: দক্ষিনে মন্দিরটি অবস্থিত। মন্দিরে যাতায়াতের জন্য রয়েছে রিক্সা, ভ্যানগাড়ি, ইজিবাইক/অটো।
ইতিহাস
এলাকার নাম অনুসারে মন্দিরটির নাম করণ করা হয়। মন্দিরটি খুবই প্রাচীন। সেসময়ের লোকজন নিয়োমিত পুজা করতেন। তারই ধারাবাহিকতায় বর্তমানে পজার্চনা হয়ে আসছে।