Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

ক্রমিক নং

আলোচনা

সিদ্ধান্তসমূহ

মন্তব্য

০১

বাল্য বিবাহ ও মানব পাচার প্রতিরোধ প্রসংগে আলোচনা

সভাপতি মহোদয় সভায় জানায় যে, কমলাবাড়ী ইউপির দুস্থ্য ও অসহায় পরিবারের মেয়ে সন্তানদের ১৮ বছরের আগে বিবাহ দেয়ার প্রবনতা বেশি লক্ষ করা যায়।তাই বাল্য বিবাহ ও মানবপাচার রোধ কল্পে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।


০২

জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কে আলোচনা

সভাপতি মহোদয় সভায় জানায় যে, কমলাবাড়ী ইউপির জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্্রম ভালো। তবে জন্ম ও মৃত্যুর ০০ থেকে ৪৫ দিনের মধ্যে যেকোন শিশুর বা ব্যাক্তির জন্ম ও মৃত্যু নিবন্ধন করার যে আইনি বাধ্য বাধকতা সেই সম্পর্কে লোকজন সচেতন নয়। এই বিষয়ে মানুষ কে সচেতন করে তুলতে হবে।যেন তারা সঠিক সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে পারে।


০৩

আইন শৃংখলা

বর্তমানে কমলাবাড়ী ইউনিয়নে আইন শৃংখলা পরিস্থিতি ভালো। আগের মত বর্তমানে প্রকাশ্যে কোন জুয়া খেলা ও গাঁজার আসর বসে না। তিনি সভায় আরো জানান যে, আনছার ও ভিডিপি এবং গ্রাম পুলিশগনের সমন্বয়ে গঠিত টহল টিম নিয়মিত দিনে ও রাতে টহল চলমান আছে।


০৪

কৃষি বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহন।

জনাব মোঃ এনামুল হক , উপ-সহকারী কৃষি কর্মকর্তা সভায় জানান যে, চলতি মৌসুমে অত্র ইউনিয়নে প্রায় ৩০০ হেক্টর জমিতে আলু, হাইব্রিড করলা বীজ এবং ফুল,বাধা কপি,বেগুন,মিষ্টিকুমড়া লাগানো হচ্ছে। আশা করছি উক্ত মৌসুমী ফসল ভালো ভাবে উৎপাদন হইলে অত্র ইউনিয়নের চাহিদা মিটিয়ে দেশের অন্যত্র জেলায় বিক্রয় করা যাইবে। তিনি সভায় আরো জানান যে, কৃষকেরা যাতে অধিক ফসল ঘরে তুলতে পারে এবং শাক সবজী উৎপাদন ও পরিচর্যা করতে পারে সে বিষয়ে কৃষকদের মাঝে পরামর্শ প্রদান করা হয়।