Title
বড় কমলাবাড়ী মধ্য দেলাপাড়া শ্যাম সুন্দর মন্দির (নলিনী মাষ্টারের বাড়ীর সামনে)
Address
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডে মন্দিরটি অবস্থিত। ইহা আদিতমারী উপজেলার ৬ কি: মি: উত্তরে দিকে বড় কমলাবাড়ী মহেন্দ্র নাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫০০ গজ দক্ষিনে অবস্থিত। যাতায়তের জন্য রিক্সা, ইজিবাইক, ভ্যাগাড়ী রয়েছে।
History
ভক্তবৃন্দের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় নতুন করে মন্দিরটি তৈরি করেন এবং ভক্তবৃন্দের সম্মতিক্রমে পছন্দ অনুযায়ী এলাকা অনুযায়ী মন্দিরটির নামকরণ করা হয়।